ঢাকার সাভারে পরিত্যক্ত সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই যুবকের মৃত্যু হয়েছে।
সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামে রোববার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন চাইড়া গ্রামের সোহেল রানা ও তার শ্যালক সোহেল চৌধুরী।
পুলিশ জানায়, সোহেলের বাড়ির দুটি সেপটিক ট্যাংকের মধ্যে একটি পরিত্যক্ত। দুপুরে তিনি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তার শ্যালক তাকে দড়ি দিয়ে বেঁধে তোলার চেষ্টা করেন।
এক পর্যায়ে শ্যালক সোহেল ভেতরে পড়ে যান। তাদের উদ্ধারে আরেকজন মই দিয়ে সেখানে নেমে অসুস্থ বোধ করলে ওপরে উঠে এসে ৯৯৯-এ কল দেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ওই সেপটিক ট্যাংকে গ্যাস জমে ছিল। অক্সিজেনের অভাবে ও ভেতরে জমে থাকা গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি জানান, সন্ধ্যার দিকে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা হয়েছে।