বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীপুরে পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ

  •    
  • ২২ আগস্ট, ২০২১ ২২:২৫

শ্রমিক ফরিদ মিয়া বলেন, ‘১৪ ঘণ্টা কাজ করিয়ে আমাদের মজুরি দেয়া হয় ১০ ঘণ্টার। ছুটির দিনও কাজ করানো হয়।  অথচ মজুরি দিতে নানা প্রতিবন্ধকতা তৈরি করে কর্তৃপক্ষ। প্রতিবাদ করলে চাকুরিচ্যুতির হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এ কারখানায় এখন আর কাজের পরিবেশ নেই।’

মজুরি কম দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন।

পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় রোববার সকালে কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করেন এস কিউ সেলসিয়াস লিমিটেডের শ্রমিকরা। এ সময় কর্মক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করা হয়।

পরে দুপুর ২টার দিকে কারখানা একদিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন শ্রমিক জানান, হঠাৎ করে মজুরি কমিয়ে দেয়া, অতিরিক্ত কাজের (ওভার টাইম) মজুরি না দেয়া, দুপুরের খাবারের সুযোগ না দেয়া, নিম্নমানের টিফিন সরবরাহ, কর্মকর্তাদের খারাপ ব্যবহারসহ নানা কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারখানাটি আন্তর্জাাতিক মানদণ্ড অনুসরণের কথা প্রচার করলেও প্রকৃতপক্ষে শ্রমিকদের নূন্যতম সম্মানও নেই।

শ্রমিকরা আরও জানান, মালিকপক্ষ মানবসম্পদ বিভাগে স্থানীয় কয়েকজনকে নিয়োগ দিয়েছে। তাদের বিরুদ্ধে শ্রমিকদের ভয় দেখানো, নারী শ্রমিকদের হয়রানির অভিযোগ রয়েছে। তাই ঘটনা তদন্ত করে ওইসব কর্মকর্তাদের অপসারণ চান শ্রমিকরা।

কারখানার প্যাকিং বিভাগের শ্রমিক খাইরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এমনিতেই চলতে কষ্ট হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে বেতন কমিয়ে দেয়ায় আমাদের চলতে অনেক কষ্ট হচ্ছে।’

লিংকিং বিভাগের শ্রমিক ফরিদ মিয়া বলেন, ‘১৪ ঘণ্টা কাজ করিয়ে আমাদের মজুরি দেয়া হয় ১০ ঘণ্টার। ছুটির দিনও কাজ করানো হয়। অথচ মজুরি দিতে টালবাহানা করে কর্তৃপক্ষ। প্রতিবাদ করলে চাকরিচ্যুতির হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এ কারখানায় এখন আর কাজের পরিবেশ নেই।’

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা কাজী ইকবাল হোসেন জানান, শ্রমিকদের দাবি যৌক্তিক। বাৎসরিক বোনাসের টাকা আগামীকাল দিয়ে দেয়া হবে। অন্যান্য দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার রুহুল আমীন নিউজবাংলাকে বলেন, সকাল থেকেই বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ করেছে। কর্তৃপক্ষ তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে। আগামীকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দেয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরো খবর