বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিবি পরিচয়ে ছিনতাই, কারাগারে দুই আসামি

  •    
  • ২২ আগস্ট, ২০২১ ২১:০৭

পুলিশ জানায়, টঙ্গীর বউ বাজার এলাকায় শনিবার রাত ১০টার দিকে এক যুবকের পথরোধ করে ওই দুইজন। নিজেদের ডিবি পরিচয় দিয়ে যুবকের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল কেড়ে নেয়ার সময় উপস্থিত লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্দেহ হলে ডিবি পুলিশ পরিচয় দেয়া ওই দুইজনকে গণপিটুনি দেয়া হয়।

গাজীপুরের টঙ্গীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ছিনতাই করার সময় দুইজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানায় রোববার সকাল ১০টার দিকে তাদের বিরুদ্ধে মামলা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে দুপুর ৩টার দিকে গাজীপুর মুখ্য হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার তইবুল ইসলামের বাড়ি নীলফামারির ডোমার থানার উত্তর আমবাড়ী এলাকায় এবং আনোয়ার হোসেনের বাড়ি ময়মনসিংহহের ফুলপুর থানার সলংগা গ্রামে।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ।

তিনি জানান, টঙ্গীর বউ বাজার এলাকায় শনিবার রাত ১০টার দিকে এক যুবকের পথরোধ করে ওই দুইজন। নিজেদের ডিবি পরিচয় দিয়ে যুবকের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল কেড়ে নেয়ার সময় উপস্থিত লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্দেহ হলে ডিবি পুলিশ পরিচয় দেয়া ওই দুইজনকে গণপিটুনি দেয়া হয়। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাদের আহত অবস্থায় আটক করে।

উপপুলিশ কমিশনার বলেন, গণপিটুনির সময় তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে একজন নিজেকে সামরিক কর্মকর্তার পরিচয় দেয়। তার পরনে বিশেষ নিরাপত্তা বাহিনীর টি-শার্ট ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন জানান, গোয়েন্দা পুলিশ সেজে কয়েকদিন ধরে টঙ্গীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছিলেন তারা।

এ বিভাগের আরো খবর