বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যত্রতত্র আবর্জনা ফেলা রোধে সড়কে সিসিটিভি ক্যামেরা

  •    
  • ২২ আগস্ট, ২০২১ ১৯:১৯

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে হবে। এ ব্যাপারে নগরবাসীকে সচেতন করার জন্য মাইকিং করাসহ নানাভাবে সচেতন করা হবে। এরপরও যারা নিয়ম না মেনে আবর্জনা ফেলবেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

ময়মনসিংহে যেখানে-সেখানে আবর্জনা ফেলা ব্যক্তিদের ধরতে নগরীর ৫০টি স্থানে বসছে সিসিটিভি ক্যামেরা। যারা ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ময়লা ফেলবে না, তাদের শনাক্ত করে প্রথমবার সতর্ক করা হবে। কিন্তু আবার ধরা পড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে মসিক কর্তৃপক্ষ।

রোববার বিকেল পর্যন্ত ২৭টি ক্যামেরা বসানো হয়েছে। বাকি ২৩টি বসানোর কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হবে।

সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান জানান, মহানগরীর কিছু জায়গায় যেখানে নাগরিকরা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে থাকে, সেসব ৫০টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ২৭টি ক্যামেরা বসানো হয়েছে। আরও ২৩টি ক্যামেরা এক সপ্তাহের মধ্যে স্থাপন করা হবে।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে হবে।

এ ব্যাপারে নগরবাসীকে সচেতন করার জন্য মাইকিং করাসহ নানাভাবে সচেতন করা হবে। এরপরও যারা নিয়ম না মেনে আবর্জনা ফেলবেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি পর্যবেক্ষণের উদ্যোগ নেয়ায় সিটি করপোরেশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক আন্দোলনের নেতারা।

জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম বলেন, ‘বছরের পর বছর ধরে বাসাবাড়ির ময়লা যেখানে-সেখানে ফলা হচ্ছে। সিটি করপোরেশনের নিয়মকে তোয়াক্কা করেছে না অনেকে।

‘অনেক সড়ক দিয়ে চলাচলের সময় দুর্গন্ধে দম বন্ধ হতে বসে। মুখে রুমাল দিয়ে চলাচল করতে হয়। যত্রতত্র ময়লা ফেলার কারণে এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, শুধু সিসিটিভি ক্যামেরা বসালেই হবে না, সিটি কর্তৃপক্ষকে তদারকি এবং কঠোর আইন প্রয়োগে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তা না হলে এ উদ্যোগ কোনো কাজে আসবে না।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, দিনরাত বাসাবাড়ির ময়লা যেখানে-সেখানে ফেলা হচ্ছে। এতে অনেক জায়গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিচ্ছন্ন নগরী গড়তে সিসিটিভি ক্যামেরা স্থাপন কাজ চলছে।

তিনি বলেন, প্রত্যেক নাগরিক এ নিয়ম মেনে চললে আবর্জনা ব্যবস্থাপনার কাজ সহজ হবে এবং নগর পরিচ্ছন্ন থাকবে। এ জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

এ বিভাগের আরো খবর