নেত্রকোণার দুর্গাপুরে বকেয়া ভাড়া চাওয়ায় যাত্রীর পিটুনিতে এক অটোরিকশার চালকের মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
নিহত মোশারফ হোসেনের বাড়ি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।
অভিযুক্ত যাত্রী নুর জামাল পাশের কলমাকান্দা উপজেলার বরজান গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি দুর্গাপুরের নানাবাড়ি পাইকপাড়ায় থাকেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম জানান, জামালের কাছে ২০ টাকা ভাড়া পাওনা ছিল মোশারফের। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ২টার দিকে পাইকপাড়া মোড়ে জামালকে পেয়ে পাওনা টাকা চান মোশারফ।
সে সময় তাদের মধ্যে তর্ক হয়। এর জেরে জামাল বেধড়ক পিটুনি দেন মোশারফকে। স্থানীয়রা মোশারফকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।