যশোর শহরের এক আবাসিক হোটেল থেকে মাদকসহ পুলিশের দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।
শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের উপরে যশোর আবাসিক হোটেল থেকে শনিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।ঘটনার একদিন পরে রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের আজম মোল্যা। তিনি যশোরের চাঁচাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত।
আরেকজন ঝিনাইদহ মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের মো. মুজাহিদ। তিনি ঢাকা মেট্টোপলিটন পুলিশে কর্মরত।
ওসি তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই হোটেল থেকে মাদক জব্দ ও দুই কনস্টেবলকে আটক করা হয়। এ ঘটনায় শহরের কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম কোতোয়ালি থানায় মামলা করার পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।
ওসি আরও জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০টি ইয়াবা ও চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়।
মো. মুজাহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান ওসি।