ময়মনসিংহের নান্দাইলে কীটনাশক পান করে এক শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
তিন বছর বয়সী নোমান নামে ওই শিশু উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটির বাবা খোরশেদ মিয়া শসাক্ষেতের পোকামাকড় দমনের জন্য বাজার থেকে কীটনাশক এনে ঘরে রেখেছিলেন। কোনো একসময় পরিবারের অগোচরে খেলার ছলে ওই কীটনাশক পান করে শিশুটি।
সন্ধ্যায় পরিবারের লোকজন শিশুকে বমি করতে দেখে কীটনাশক খাওয়ার বিষয়টি বুঝতে পারেন। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
ওসি আরও জানান, পরিবারের একটু অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ জন্য সবারই উচিত শিশুরা খেলাধুলা করলেও নজরে রাখা। শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্ত করা হয়েছে।