গাজীপুরে টঙ্গীতে কয়েল তৈরির একটি কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়াস সার্ভিস।
নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতি এলাকার কসমো মার্শাল কয়েল কারখানায় শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। অগ্নিনির্বাপণে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরার একটি ও ডিআইটি জোনের একটিসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর চলছে ডাম্পিংয়ের কাজ।
সিনিয়র স্টেশন অফিসার ইকবাল বলেন, ‘আগুন লাগার পর থেকে প্রতিষ্ঠানের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। তাদের কোনো ফায়ার লাইসেন্স ছিল না বলে প্রাথমিকভাবে জেনেছি।
‘কারখানাটিতে প্রচুর তৈরি হওয়া প্যাকেট করা কয়েল ও কয়েল তৈরির কাচামাল ছিল। সেগুলো পুড়ে বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে আশপাশে।’
এ কর্মকর্তা আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এই ঘটনায় কেউ হাতাহত হয়নি।