বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাটহাজারীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  •    
  • ২১ আগস্ট, ২০২১ ১১:৪৩

নিহত মামুনের বড়ভাই গিয়াস উদ্দিন রিয়াদ বলেন, ‘আমি হাটহাজারী হাসপাতালে ছিলাম। সকালে ছোটবোনের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাইয়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে রেলস্টেশনের পাশে। আমার ভাইয়ের খুনিদের উপযুক্ত বিচার চাই।’

চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন এলাকা থেকে শনিবার সকালে সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এস এম আবদুল্লাহ আল মামুনের বাড়ি ওই এলাকাতেই। তিনি হাটহাজারী সরকারহাট বাজারে নারকেলের ব্যবসা করতেন।

মামুনের বড়ভাই গিয়াস উদ্দিন রিয়াদ বলেন, ‘আমি হাটহাজারী হাসপাতালে ছিলাম। সকালে ছোটবোনের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাইয়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে রেলস্টেশনের পাশে। আমার ভাইয়ের খুনিদের উপযুক্ত বিচার চাই।’

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ নিউজবাংলাকে বলেন, ‘মরদেহের কপালে ছুরিকাঘাত করা হয়েছে। কোমড় ও পায়েও জখমের চিহ্ন রয়েছে। রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে স্টেশনের দিক থেকে মরদেহটি নিয়ে আসা হয়েছে।

‘ধারণা করা হচ্ছে, রাত ১টার পর কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। রাত ১টা পর্যন্ত তাকে সরকারহাট বাজারে দেখে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।’

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর