বগুড়া শহরের আমজাদীয়া আবাসিক হোটেল থেকে মুশফিকুর রহমান নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মুশফিকুর রহমান। তার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাকশবা গ্রামে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার কাজে বৃহস্পতিবার বগুড়া শহরে আসেন মুশফিকুর। ওই দিন আমজাদীয়া নামের ওই আবাসিক হোটেলের একটি রুম ভাড়া নেন । শুক্রবার দুপুরের পর থেকে রুমের দরজা বন্ধ দেখে একাধিকবার তাকে মোবাইলে কল দেন হোটেলের ম্যানেজার বুলবুল আহমেদ বোরহান। অনেকক্ষণ নক করার পরও দরজা না খুললে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে মুশফিকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম ঘটনা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।