চলতি বছরের ৩ মে মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দিয়ে উল্টে যায় স্পিডবোট। এতে নিহত হয় ২৬ জন।
এত বড় দুর্ঘটনার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে নিবন্ধন না থাকা স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এবার অনিবন্ধিত স্পিডবোটগুলো নিবন্ধন কার্যক্রম শেষে আবারও সচল হতে যাচ্ছে।
শিমুলিয়া বন্দরের বিআইডব্লিউটিএ প্রশিক্ষণ ও পরীক্ষা শেষে বৃহস্পতিবার দুপুরে ১৩৬ চালকের মাঝে যোগ্যতা সনদ দেয়।
নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার মঞ্জুরুল কবিরের তত্ত্বাবধানে বাংলাবাজার ও শিমুলিয়া ঘাটের স্পিডবোটচালকরা কর্মশালায় অংশ নিয়ে পরীক্ষা দেন। পরে উত্তীর্ণদের সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মাহবুবুর রশিদ, নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কাজী মুহাম্মদ হাসান, মুখ্য পরিদর্শক শফিকুর রহমান, মাদারীপুরের শিবচর উপজেলার ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহারসহ আরও অনেকে।