দেশের সব পর্যটনকেন্দ্র খুলে দেয়ার ঘোষণা দেয়া হলেও সরকারি নির্দেশনা না পাওয়ায় খুলছে না হবিগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যান।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি জানিয়েছেন সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।
তিনি বলেন, গণমাধ্যমে জানতে পেরেছি ১৯ আগস্ট থেকে দেশের সব পর্যটনকেন্দ্র খুলে দেয়া হচ্ছে। যে কারণে আমরাও দর্শনার্থীদের জন্য উদ্যান খুলে দেয়ার প্রস্তুতি নিয়েছি। উদ্যানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এ ছাড়া দর্শনার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে পারেন, সে জন্য উদ্যানের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত উদ্যান খুলে দেয়ার কোনো চিঠি পাইনি।
তিনি বলেন, ‘যেহেতু আমাদের কাছে কোনও চিঠি আসেনি, সেহেতু আমরা উদ্যানে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিচ্ছি না। যদি চিঠি পাই তাহলে সঙ্গে সঙ্গে খুলে দেয়া হবে।’
গত বছরের ১৯ মার্চ থেকে ১ নভেম্বর এবং চলতি বছরের ১ এপ্রিল ২য় দফায় সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধ ঘোষণা করা হয়।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০০৫ সালে ৬০০ একর পাহাড়ি জমিতে সাতছড়ি জাতীয় উদ্যান গড়ে তোলা হয়। এই উদ্যানে প্রায় ২০০ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির সরীসৃপ ও স্তন্যপায়ী এবং ছয় প্রজাতির উভচর প্রাণী রয়েছে। এ ছাড়া আছে লজ্জাবতী বানর, উল্লুক, চশমা হনুমান, কুলুবানর, মেছোবাঘ, মায়া হরিণসহ নানা প্রজাতির প্রাণী।