নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের করোনা হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
মনোহরদী কাশবন রেস্টুরেন্টে বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল নিউজবাংলাকে জানান, চলমান মহামারিতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রদানসহ করোনা রোগীদের চিকিৎসায় হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠান চলছিল। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা কেড়ে নেয়া হয়।
হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নাসির ও সাংবাদিকসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছে। দলটির সাধারণ সম্পাদক শাহারিয়ার সামস কেনিডির গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য মনোহরদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইমন আলমকে ফোন দিলে তিনি ধরেননি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, স্বেচ্ছাসেবক দলের আয়োজনের বিষয়টি পুলিশের জানা ছিল না। এখনও থানায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি বিস্তারিত জেনে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।