ঢাকার সাভারে অর্ধকোটি টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক মো. সোহরাব আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
র্যাব জানায়, মঙ্গলবার রাতে র্যাব-৪-এর একটি দল আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের ৫২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৬০ টাকা ও একটি মোবাইল ফোন।
র্যাব-৪ (সিপিসি-২)-এর অধিনায়ক রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। দেশের সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে তিনি হেরোইন সংগ্রহ করেতেন।
পরে তা ঢাকা জেলার আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আশুলিয়া থানার পুলিশের কাছে দেয়া হয়েছে।