বগুড়ায় ‘বিয়ের প্রলোভনে’ প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিকে আদালতের মাধ্যমে বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একই দিন সকালে সদর থানায় মামলা করেন অভিযোগকারী ওই মেয়ে।
গ্রেপ্তার যুবক শেরপুর উপজেলার বাসিন্দা।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির আল আহসান।
মামলার এজাহারে বলা হয়, মেয়েটি সনাতন ধর্মাবলম্বী। প্রায় পাঁচ বছর আগে ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে যুবক তাকে মুসলিম ধর্মের অনুসারী বানিয়ে বিয়ে করার প্রলোভন দেন। এতে মেয়েটি রাজি হয়।
এর পর থেকেই নানা কৌশলে ওই মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হন যুবক। বগুড়ার শহরের বিভিন্ন এলাকায় বাসাভাড়া নিয়ে তারা থাকতে শুরু করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, দুই বছর আগে সদরের জহুরুলনগর এলাকায় মেয়েটিকে স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন যুবক। সবশেষ মঙ্গলবার বিকেলে যুবক ওই বাসায় যান। ওই সময় মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দেন।
একপর্যায়ে মধ্যরাতে কৌশলে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন যুবক। ওই সময় মেয়েটি বাড়ির মালিক ও প্রতিবেশীদের বিষয়টি জানান। পুলিশ এসে যুবককে আটক করে ও মেয়েটিকে উদ্ধার করে।
এসআই জাকির আল আহসান বলেন, যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে বগুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।