বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু

  •    
  • ১৮ আগস্ট, ২০২১ ১৫:০৫

চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, পদ্মার পানি দুই-তিন দিন ধরে আশপাশের গ্রামে প্রবেশ করছিল। চিলমারীর এই গ্রাম বুধবার প্লাবিত হয়। তাতে আশপাশের জলাশয়গুলো ভরে যায়। পানিতে খেলতে গিয়েই প্রতিবেশী দুই শিশু ডোবায় পড়ে যায়।

কুষ্টিয়ার দৌলতপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খালিজারথাক গ্রামে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ওই গ্রামের ছিদ্দিক মোল্লার সাত বছরের ছেলে সিয়াম ও মনি জমাদারের মেয়ে ঝুমা আক্তার।

চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমেদ ঘটনাটি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মার পানি গত দুই-তিন দিন ধরে আশপাশের গ্রামে প্রবেশ করছিল। চিলমারীর এই গ্রাম বুধবার প্লাবিত হয়। তাতে আশপাশের জলাশয়গুলো ভরে যায়। পানিতে খেলতে গিয়েই প্রতিবেশী দুই শিশু ডোবায় পড়ে যায়।

চেয়ারম্যান বলেন, বাড়ির লোকজনই তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেন। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানিয়েছেন, বিষয়টি শুনেছেন; ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পদ্মা নদীর পানি অস্বাভাবিক বেড়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বেশির ভাগ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ সেতু পয়েন্টে মঙ্গলবার সকাল ৬টার দিকে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

পদ্মায় প্রতিদিন গড়ে ১০ সেন্টিমিটার করে পানি বাড়ছে। আগামী কয়েক দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে ধারণা করছে পাউবো।

কয়েক দিনে পদ্মার পানি বেড়ে দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৭টি গ্রামে ঢুকে পড়েছে। পাশের চিলমারী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়েছে।

এ বিভাগের আরো খবর