চট্টগ্রামে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার রাত ৮টার দিকে ওই দুই ভুয়া চিকিৎসককে আটকের খবর গণমাধ্যমকে জানায় র্যাব।
যাদের আটক করা হয়েছে তারা হলেন যীশু চৌধুরী ও আশীষ মজুমদার।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‘মহানগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় সিফাত মেডিক্যাল হল নামের একটি ফার্মেসি এবং শাহ আব্দুল মালেক মেডিক্যাল নামের একটি চেম্বারে কতিপয় ব্যক্তি এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করছেন।
‘এ তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে।’
নুরুল আবছার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এমবিবিএস ডাক্তার বেশে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নুরুল আবছার।