বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে টেকনাফের কাছে ১৮ জেলেসহ ডুবে গেছে এফবি বানু নামের একটি মাছ ধরার ট্রলার।
অন্য ট্রলারে ১১ জেলে তীরে ফিরলেও নিখোঁজ রয়েছেন সাতজন।
মঙ্গলবার গভীর রাতে বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফের পাটুয়ারটেক পয়েন্টে ট্রলারডুবির ঘটনা ঘটে।
ফিরে আসা জেলেরা জানান, তলা ফেটে ট্রলারটি সাগরে ডুবতে থাকে। তখন ট্রলারের ১৮ মাঝিমাল্লা সাগরে ঝাঁপ দেন।
ট্রলারটির মালিক রফিকুল হুদা চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ১টা পর্যন্ত মাঝিমাল্লাদের সঙ্গে যোগাযোগ ছিল। তারপরই তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান। পরে অন্য একটি মাছ ধরার ট্রলারে ১১ জেলে তীরে ফেরেন।
‘তাদের কাছে লাইফ জ্যাকেট ও বয়া ছিল। আশা করা হচ্ছে, আশপাশের কোনো ট্রলার ধরে নিখোঁজ সাতজন জীবিত ফিরে আসতে পারবেন।’
কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশতাক আহমদ জানান, ট্রলারটি কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদার। বাইন ফেটে ট্রলারটি ডুবে গেছে। ১১ জেলে উদ্ধার হলেও ট্রলারটির প্রধান মাঝি আলতাজসহ সাতজন এখনও নিখোঁজ রয়েছেন।