বাগেরহাটের শরণখোলায় পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে খালে পড়েছে। পাশের অস্থায়ী ব্রিজ চলাচলের উপযোগী না হওয়ায় ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ।
শরণখোলা উপজেলার রায়েন্দা খালের ওপর নির্মিত খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের সংযোগ সেতুটি সোমবার গভীর রাতে ভেঙে পড়ে।
এতে খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় লোকজন জানান, খালের ওপর নির্মাণ করা এটিই প্রথম ব্রিজ। বেশ কয়েক বছর ধরে এর অবস্থা ঝুঁকিপূর্ণ ছিল। গত বছর শরণখোলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন ব্রিজের দুই দিক আটকে চলাচল বন্ধ করে দেন। কাছেই একটি অস্থায়ী ব্রিজ করে দেন।
স্থানীয় বাসিন্দা জামাল মোল্লা নিউজবাংলাকে জানান, কাঠ ও লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি অস্থায়ী ব্রিজটি যথেষ্ট মজবুত নয়। বেশি লোক বা মোটরসাইকেল উঠলেই এটি দুলতে থাকে। তাই স্থানীয়রা পুরোনো ব্রিজটিই ব্যবহার করত।
ইউএনও খাতুনে জান্নাত বলেন, ‘ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। তাই রাতে ভেঙে পড়েছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি দেখছেন। যত দ্রুত সম্ভব ভাঙা ব্রিজ অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের পদক্ষেপ নেয়া হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ‘কয়েক বছর আগে ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এটি অপসারণ করে নিলামে দেয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য বিকল্প লোহার সেতুও করা হয়েছিল।’
নতুন করে স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের চেষ্টা চলছে বলে জানান নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান।