নোয়াখালী সদর উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরে করার অভিযোগ এক তরুণকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা আটক করে পুলিশে দিয়েছে।
উপজেলার মাইজদী শহরের মাস্টারপাড়া এলাকার একটি শিব মন্দিরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটক তরুণকে মঙ্গলবার সকালে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন।
ওই তরুণের বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে।
ভাঙচুরের ঘটনার পরের একটি ভিডিও গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে। তাতে দেখা গেছে, শিব মন্দিরের ভিতরে থাকা দুটি প্রতিমার একটি ভেঙে সামনে পড়ে আছে। আর মন্দিরের বাইরে লোকজন ওই তরুণকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বিভিন্ন প্রশ্ন করছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, “অভিযুক্ত যুবক প্রতিমা ভেঙে তাদেরকে বলে ‘আমি তোমাদের ভগবানকে ভেঙে ফেলেছি’। তার কথাবার্তা একটু অসংলগ্ন ধরনের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”