নীলফামারীর ডালিয়া পয়েন্টে ফের বেড়েছে তিস্তা নদীর পানি। এ কারণে খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবকটি গেট।
ডালিয়া পানি উন্নয়ন রোর্ডের বন্যা পুর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র জানায়, রোববার বিকেলের পর থেকে বাড়তে থাকে পানি। সন্ধ্যা ছয়টার পর বিপৎসীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে তা বইতে থাকে। এই পরিস্থিতি সোমবার সকাল পর্যন্ত একই।
এর আগে গত শুক্রবার অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে এ নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তবে পরদিনই তা নেমে যায়।
নতুন করে পানি বাড়ায় ডিমলার পুর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, নাউতারা, ঝুনাগাছ চাপানি, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে তিস্তাবেষ্টিত এসব ইউনিয়নের অন্তত পাঁচ হাজার মানুষ।
ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, পানি বাড়ায় এই ইউনিয়নের ৫ শরও বেশি পরিবার বন্যা কবলিত হয়েছে।
খগাখড়িবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন জানান, দুদিন আগে পানি বাড়লেও পরে নেমে যায়। এখন আবারও তা বাড়ায় মানুষ দুর্ভোগে পড়েছে। কিসামত ছাতনাই গ্রামে এখন কোমরসমান পানিতে তলিয়ে গেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখে তিস্তা অববাহিকা পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানের ঢলের কারণে এই পানি বেড়েছে। দ্রুতই পানি নেমে যাওয়ার সম্ভাবনা আছে।