নেত্রকোণার মদনে বাক ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ভিক্ষুককে আটক করা হয়েছে।
উপজেলার ফতেপুর গ্রামে রোববার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ভিক্ষুকের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাজী গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুপুরের দিকে গ্রামের কয়েক শিশুর মধ্যে ঝগড়া বাধে। বিবাদ মেটাতে কয়েক বাড়ির লোকজন গ্রামের একটি খোলা জায়গায় বসে আলোচনা করছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিক্ষুক ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর আরেক প্রতিবন্ধী বোন ঘটনা দেখে চিৎকার করে। তখন স্থানীয়রা এসে ঘটনা বুঝতে পেরে ভিক্ষুককে পিটুনি দেয় ও পুলিশে সোপর্দ করে।
ওসি আরও বলেন, অভিযুক্ত প্রায়ই ওই গ্রামে ভিক্ষা করত। ঘটনার তদন্ত চলছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করাসহ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।