নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে হামলার অভিযোগ উঠেছে।
সোনারগাঁ উপজেলার পৌরসভা মাঠে রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর সর্মথকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ। জাতীয় শোক দিবসে দুই পক্ষই পৌরসভার মাঠে মিলাদের আয়োজন করতে চেয়েছিল।
দুইদিন আগে বিরুর সমর্থকরা মাঠে প্যান্ডেল বানানো শুরু করে। রোববার বিকেলে তাদের পক্ষ থেকে মিলাদের আয়োজন ছিল। দুপুরে কিছু লোক এসে সেখানে হামলা চালিয়ে চেয়ার ও প্যান্ডেল ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরেই ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, কারা হামলা চালিয়েছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এখনও আয়োজকদের কেউ থানায় অভিযোগ করেনি।
এ বিষয়ে কথা বলার জন্য বিরুকে কল দিলে তিনি ধরেননি। কায়সারের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।