সিরাজগঞ্জ সদরে এক তরুণীকে অপহরণ মামলায় আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে রোববার দুপুর ২টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আলিম হুসাইন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অপহরণ মামলায় শনিবার বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রাম থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার ও তার ছেলে আকাশ তালুকদারকে গ্রেপ্তার করে র্যাব-১২।
রোববার সকালে তাদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ওই তরুণী চলতি বছর শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। স্কুলে যাতায়াতের পথে সাগর তাকে উত্যক্ত করত। তারা ঘটনাটি সাগরের পরিবারকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
২৯ জুলাই বেলা ১১টার দিকে সাগর ও তার সহযোগীরা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। ওইদিন রাতেই মেয়ের বাবা সাগরকে প্রধান আসামি করে ৮ থেকে ৯ জনের নামে মামলা করেন।
সাগরের বাড়ি থেকে ৩০ জুলাই মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।
এরপর র্যাব তাদের এই মামলায় গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।