ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে তিন জন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।
ময়মনসিংহের ত্রিশালের বৈলর এলাকায় শনিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিম সারোয়ার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মহাসড়কে ট্রাকের বাম পাশের দুটি চাকা পাংচার হয়ে যায়। ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঈমাম পরিবহনের হালুয়াঘাটগামী একটি বাস এটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসের তিন জনের মৃত্যু হয়।
আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম নিউজবাংলাকে জানান, আহতদের ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই দুইজন পুরুষের মৃত্যু হয়। রাত সাড়ে ১২টার দিকে আরও একজন মারা যান। হাসপাতালে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন আছেন।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন ময়মনসিংহ সদরের কামাল উদ্দিন, ত্রিশালের কাঠাল ইউনিয়নের বালিয়া ধলা গ্রামের শহিদুল ইসলাম। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
দুই জনের পরিচয় নিশ্চিত করেছেন ত্রিশাল থানার এসআই বিল্লাল হোসেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বাসটির অনিয়ন্ত্রিত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।