সুনামগঞ্জরের তাহিরপুরে হাজং নারীকে ধর্ষণের অভিযোগে বাঙালি এক যুবককে আটক করা হয়েছে।
উপজেলার উত্তরবড়দল ইউনিয়ন থেকে শনিবার বিকেলে ওই যুবককে আটক করা হয়। প্রতিবেশির মেয়েকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সরদার।
তিনি জানান, উত্তরবড়দল ইউনিয়নের ওয়ার্ড সদস্য সুষমা জাম্বিলের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে আটক করা হয়।
সুষমা নিউজবাংলাকে জানান, কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন ওই নারী। শনিবার সকালে পাহাড়ি ছড়ায় গোসল করতে গেলে ওই যুবক তাকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে ওই নারী ঘটনাটি পরিবারের সদস্যদের জানান।
তার স্বজনরা সুষমার কাছে অভিযোগ জানালে তিনি পুলিশে খবর দেন।
ওসি আব্দুল লতিফ বলেন, ‘ঘটনাটি আমি কিছুক্ষণ আগে শুনেছি। বাদাঘাট পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে গেছে। তারা ওই যুবককে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’