কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি খালের পানিতে পড়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার পালংখালী ইউনিয়নের ইরানি পাহাড় এলাকার ১৭ নম্বর ক্যাম্পের সি-ব্লকে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম একরাম উল্লাহ। সে পালংখালীর ১৭ নম্বর ক্যাম্পের সি-ব্লকের রোহিঙ্গা নাগরিক রমজান আলীর চার বছরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১৪ এর অধিনায়ক পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক।
তিনি জানান, শনিবার সকালে পালংখালীর ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের একটি খালের পাশে কয়েকজন শিশু খেলছিল। একপর্যায়ে তাদের মধ্য থেকে খালে পড়ে যায় শিশু একরাম। পরে সেখানে উপস্থিত শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
উদ্ধার করে স্থানীয় মেডিক্যাল ক্যাম্পে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এসপি নাঈমুল আরও জানান, ঘটনাটি পরে উখিয়া থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।