বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক ওড়নায় ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

  •    
  • ১৪ আগস্ট, ২০২১ ০১:৫১

‘আমার ছেলে মাত্র তিনদিন আগে দেশে এসেছে। আমি সন্ধ্যায় নাতনিকে নিয়ে বাইরে খেলছিলাম। ঘরে এসে দেখি তাদের রুমের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও না খোলায় জানালা দিয়ে দেখি দুজন একসঙ্গে একটি ওড়নায় ঝুলে আছে। পরে আশেপাশের মানুষজন ডেকে দ্রুত তাদের ফাঁসি থেকে নামাই।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার লালানগরের কুরমাইকুল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এরা হলেন, ওই এলাকার শাহ আলমের ছেলে ইস্কান্দার এবং তার স্ত্রী রুমা আক্তার। ইস্কান্দার কাতারপ্রবাসী। তিনি মঙ্গলবার দেশে ফেরেন। ১৫ মাস বয়সী এক কন্যা শিশু রয়েছে এই দম্পতির।

ইসকান্দরের মা ফিরোজা বেগম বলেন, ‘আমার ছেলে মাত্র তিনদিন আগে দেশে এসেছে। আমি সন্ধ্যায় নাতনিকে নিয়ে বাইরে খেলছিলাম। ঘরে এসে দেখি তাদের রুমের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও না খোলায় জানালা দিয়ে দেখি দুজন একসঙ্গে একটি ওড়নায় ঝুলে আছে। পরে আশেপাশের মানুষজন ডেকে দ্রুত তাদের ফাঁসি থেকে নামাই।’

নিহত রুমার বাবা জামাল উদ্দিন বলেন, ‘বিকেল ৩টায়ও মেয়ের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি জামাইকে নিয়ে বেড়াতে আসতে বলেছি। ও বললো, মঞ্জিলের (আশুরা) পর আসবে। হঠাৎ রাতে শুনি ওরা আত্মহত্যা করেছে। তাদের মধ্যে কোনো সমস্যা হলে তখন তো আমাকে বলত।’

তিনি অভিযোগ করেন, ‘রুনার দেবর আরিফ তাকে নানা সময় কুপ্রস্তাব দিত। এটা নিয়ে তাকে সতর্ক করা হয়েছে। আমার মনে হয় মেয়ে আর জামাইকে খুন করে ওরাই ঝুলাই রাখছে।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব মিল্কি নিউজবাংলাকে বলেন, ‘আমরা রাত ৮টার দিকে খবর পেয়েছি। ৯টার দিকে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহত দুজনের মধ্যে ইস্কান্দার মাত্র তিন দিন আগে বিদেশ থেকে এসেছেন বলে জানতে পেরেছি। পারিবারিক কলহ থেকে দুজন আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

শনিবার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।

এ বিভাগের আরো খবর