কিশোরগঞ্জের ভৈরবে ময়মনসিংহ থেকে চট্টগ্রামমুখী নাসিরাবাদ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল চলাচল।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব স্টেশনের আউটডোরে ঢোকার আগেই থাতারকান্দি এলাকায় ট্রেনটির শেষের বগিটি লাইনচ্যুত হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মেদ বিশ্বাস নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ভৈরব হয়ে ময়মনসিংহগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
ভৈরব রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, বগিটি লাইনে তুলতে কাজ করছে রেলের ২৫ জন কর্মী। একবার তোলা গেলেও বগিটি আবার পড়ে যায়।
এমন অবস্থায় রেল চলাচল কখন সচল হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি স্টেশন মাস্টার।
ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।