ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রীকে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে পাঁচ মাসের সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক ব্যক্তি।
উপজেলার ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটাগ্রামে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শরিফ মিয়া অভিযুক্ত শাহজাহান মিয়ার ছেলে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কয়েক মাস আগে শাহজাহানের বাবা তমিজ উদ্দিনের মৃত্যুর পর থেকে তিনি অসংলগ্ন আচরণ করছিলেন। মানুষ হত্যা করবেন বলে নিয়মিত ঘরে বসে ছুরি ধার দিতেন। দুর্ঘটনা ঘটতে পারে সন্দেহ হলে স্ত্রী জেসমিন আক্তার তাকে ঘরে আটকে রাখতেন।
এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রাতে প্রথমে স্ত্রীকে মারধর করে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন। তখন আহত অবস্থায় দৌড় দিয়ে ঘর থেকে পালিয়ে যান। এ সময় ঘরে থাকা পাঁচ মাসের ছেলেশিশুকে গলাকেটে হত্যা করেন শাহজাহান। এরপর নিজের শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, একজন মানুষ সুস্থ থাকলে এমন অস্বাভাবিক কাজ করতে পারেন না। ধারণা করছি, তার মানসিক সমস্যা থেকেই এমন কাজ করেছেন তিনি।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‘এ ছাড়া শাহজাহান মিয়া ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’