বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতন করতে ব্যারিস্টার সুমনের চেষ্টা

  •    
  • ১২ আগস্ট, ২০২১ ২৩:৫৩

‘আমাদের দেশে সড়ক দুর্ঘটনা একটি ভয়াবহ সমস্যা। প্রতি বছর অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। গত ৭ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় আমার ভাই মারা যায়। সেই স্থানটিতে আমি একটি সচেতনতামূলক সাইনবোর্ড বসিয়েছি।’

সড়ক দুর্ঘটনায় চার মাস আগে ফুফাতো ভাইকে হারান আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ভাই যেই স্থানে দুর্ঘটনায় পড়েছিলেন সেখানে একটি সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করেছেন সুমন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়াতে সাইনবোর্ডটি স্থাপন করেন তিনি।

সাইনবোর্ডে লেখা হয়েছে, ‘দয়া করে আস্তে গাড়ি চালান। এই জায়গাতে এক্সিডেন্টে আমার ভাইকে হারিয়েছি- ব্যারিস্টার সুমন।’

সাইনবোর্ডটির পাশে দাঁড়িয়ে ছবি তুলে সেটি বৃহস্পতিবার নিজের ফেসবুক ওয়াল ও পেজে পোস্ট করেন এ আইনজীবী। ভাইয়ের স্মৃতি রক্ষায় দুর্ঘটনাস্থলে একটি গাছও রোপন করেন তিনি।

এ বিষয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমাদের দেশে সড়ক দুর্ঘটনা একটি ভয়াবহ সমস্যা। প্রতি বছর অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

‘গত ৭ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় আমার ভাই মারা যায়। সেই স্থানটিতে আমি একটি সচেতনতামূলক সাইনবোর্ড বসিয়েছি। আমি চাই সবাই এই সাইনবোর্ডটি ফলো করুক এবং সড়ক আইন মেনে কম গতিতে গাড়ি চালাক।’

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যারিস্টার সুমনের ফুফাতো ভাই আমির খান ওরফে শিপন চুনারঘাট পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। দুর্ঘটনায় শিপনের বন্ধু চান মিয়া গুরুতর আহত হন।

এ বিভাগের আরো খবর