বৈষম্যের সমাজে টিকে থাকার লড়াই সর্বত্র। এটি সৃষ্টি করছে মানুষে মানুষে ভেদাভেদ, পার্থক্য। শ্রেণিবৈষম্যের এ চিত্র শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ জয়। তিনি শিল্পকর্মটির নাম দিয়েছেন ‘অস্তিত্বের লড়াই’।
২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ‘অস্তিত্বের লড়াই’ ভাষা শহীদ গাজীউল হক সম্মাননা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে গত ৯ জুন। বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানান শিল্পী তানভীর আহমেদ।
রাবির মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের এ শিক্ষার্থী জানান, শ্রেণিবৈষম্যে কলুষিত সমাজকে ভেঙে দিতেই ‘অস্তিত্বের লড়াই’ এর সৃষ্টি। শিল্পকলা একাডেমি প্রদর্শনের জন্য এটি নির্বাচন করা হয়। এটি ভাষা শহীদ গাজীউল হক সম্মাননা পুরস্কারের জন্যও মনোনীত হয়। সম্মাননার বিষয়টি তিনি বৃহস্পতিবার জানতে পারেন।
এর আগেও তানভীরের বীরঙ্গনা, সংস্কার ও বিরোধাভাস এ তিনটি শিল্পকর্ম ২২তম নবীন শিল্পী শিল্পকর্ম প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। ‘বিরোধাভাস’ বিশেষ কিউরেটর গ্যালারিতে স্থান পায়। এ ছাড়া রাবির মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ আয়োজিত ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে তার তিনটি শিল্পকর্ম ‘পাখি,’ ‘আবক্ষ’ ও ‘মাতৃত্ব’ ভিন্ন প্রদর্শনীতে জায়গা করে নেয়।
ঢাকায় শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী চলবে ৩১ আগস্ট পর্যন্ত। প্রদর্শনীতে দেশের ৭৮৬ শিল্পীর হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে প্রদর্শনের জন্য ৩২৩ জনের ৩৪৭টি শিল্পকর্ম নির্বাচন করা হয়।