চট্টগ্রামের কর্ণফুলীতে মেডিক্যাল সিলিন্ডারে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ভরে বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার মইজ্জারটেকে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।
অভিযানে জিলানি অক্সিজেন লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জব্দ করা হয় ১২১টি মেডিক্যাল সিলিন্ডার।
ইউএনও শাহিনা সুলতানা নিউজবাংলাকে বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের অনুমোদন নিয়ে মেডিক্যাল সিলিন্ডারে ভর্তি করে তা বিক্রি করে আসছিল জিলানি অক্সিজেন লিমিটেড। অভিযানে তাদের বিরুদ্ধে আসা অভিযোগের সত্যতা পাওয়া যায়।’
তিনি জানান, জরিমানা ও সিলিন্ডার জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে এ ধরনের কাজ আর না করার মুচলেকা নেয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানটি তাদের এসব অক্সিজেন সিলন্ডার চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ফার্মেসিতে সরবরাহ করত। এমন কি বিনামূল্যে অক্সিজেন সার্ভিস প্রদানকারী অনেক সামাজিক ও রাজনৈতিক সংগঠনও এখান থেকে সিলিন্ডার সংগ্রহ করত।’
কর্ণফুলী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন বিস্ফোরক অধিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শক মেহেদী হাসান খান।