নওগাঁ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিরুল ইসলাম জুলা নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শহরের বাঁঙ্গাবাড়িয়া মহল্লার নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের পাশে জেলা পুলিশের শপিংমল ভবনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জাহিরুলের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার সাদিপুর গ্রামে।
জাহিরুলের সহকর্মী নির্মাণশ্রমিক মো. আলামিন বলেন, ‘আমরা বিল্ডিংয়ে আরসিসি পিলারের (কলাম) কাজ করছিলাম। জুলা (জাহিরুল) কলামের নিচে জমে থাকা পানি মোটর দিয়ে উঠানোর জন্য যায়। মোটর বসানোর কাজ শেষ হলে সে পানিতে নেমে অপেক্ষা করছিল।
‘এ সময় আরেক শ্রমিক মোটরের সুইচ দেয়ার সাথে সাথে জুলা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় ও ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।