চুয়াডাঙ্গা সদরে চুরি করা গরু আনার সময় গ্রেপ্তার হয়েছেন চারজন। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা গরু চুরি চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক থানায় বিভিন্ন মামলা রয়েছে।
সদর উপজেলার ডিঙ্গেদহ হাটখোলা বাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার দিলন হোসেন, জীবননগরের রাজনগর গ্রামের আশিকুর রহমান, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া গ্রামের এনামুল হক এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের রাকিবুল ইসলাম।
ওসি আবু জিহাদ জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদরের ডিঙ্গেদহ হাটখোলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে করে গরু নিয়ে চুয়াডাঙ্গা শহরের দিকে ঢোকার সময় ট্রাকটি থামাতে ইশারা দেয়া হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চোর চক্রের চারজন। ধরা পড়েন বাকিরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন জানিয়েছেন, বিভিন্ন জেলায় ট্রাক ডাকাতি ও গরু চুরি করে আসছিলেন তারা।
চুরি করা গরু বিক্রি করেই জব্দ করা ট্রাকটি কিনেছেন বলেও জানিয়েছেন তারা।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এই চক্রটির বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার দিলনের বিরুদ্ধে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। তিনি দামুড়হুদা মডেল থানার একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া এনামুলের বিরুদ্ধে চারটি ও রাকিবুলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ জানান, এ ঘটনায় থানায় মামলা করেছেন থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ।
গ্রেপ্তার ব্যক্তিদের চুয়াডাঙ্গা আমলি আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।