গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়া বাড়ি এলাকায় আগুন লেগে ছয়টি গুদাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় মোয়াজ্জেম হোসেনের ঝুটের গুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। এক পর্যায়ে মুহূর্তের মধ্যেই পাশের আরও পাঁচটি ঝুটগুদামে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, আগুনে টিনশেডের ঝুটগুদাম এবং ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।