নওগাঁর মান্দায় ডিবি সদস্যদের রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে আটক এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মহসিন রেজা নিউজবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ছয় সদস্য বেলালদহ গ্রামে অভিযান চালিয়ে হিরোইনসহ খলিলুর রহমানকে আটক করে।
খলিলুরের স্ত্রী পারুল আক্তার, প্রতিবেশী লাদু মোল্লাসহ পাঁচ থেকে ছয়জন রড-হাতুড়ি দিয়ে পুলিশ সদস্যদের পিটিয়ে খলিলকে ছিনিয়ে নেয়। এতে কনস্টেবল আনোয়ার হোসেন ও শিপন আলী আহত হন। এ ঘটনায় পুলিশ পারুল ও লাদু মোল্লাকে আটক করে।
আটক পারুল আক্তার ও লাদু মোল্লা
মহসিন রেজা আরও জানান, আহত দুই ডিবি সদস্যকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
নওগাঁ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন জানান, আনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। শিপনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
আটক দুজনের নামে মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হবে। এ ছাড়া হাতকড়াসহ পলাতক খলিলুর রহমানকে আটকের চেষ্টা চলছে।