ফতেপুর ইউপির চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে সামিয়া ও সিফাত খেলছিল। তাদের অনেকক্ষণ না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে জাল ফেলা হয়। জালে শিশু দুটির মরদেহ উঠে আসে।
টাঙ্গাইলের মির্জাপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো চার বছরের সামিয়া আক্তার ও পাঁচ বছরের সিফাত মিয়া। তারা চাচাতো ভাইবোন।
ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে সামিয়া ও সিফাত খেলছিল। তাদের অনেকক্ষণ না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে জাল ফেলা হয়। জালে শিশু দুটির মরদেহ উঠে আসে।
তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।