বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

  •    
  • ১১ আগস্ট, ২০২১ ১৮:১০

র‍্যাবের সিনিয়র সহকারি পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়, তবে শিশুটির অবস্থা অবনতি হলে ওই দিনই তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

রংপুরের পীরগাছায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাইবান্ধা সদরের পর্বপাড়া গ্রামের মঙ্গলবার রাতে এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে বুধবার সকালে নিশ্চিত করেন র‌্যাবের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

তিনি জানান, ওই যুবক গত ২৮ জুলাই রংপুরের পীরগাছার একটি গ্রামের ৬ বছরের এক শিশুকে মোবাইলে গান শোনানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় ওই যুবক পালিয়ে যায়।

বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়, তবে শিশুটির অবস্থা অবনতি হলে ওই দিনই তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা গত ৮ আগস্ট পীরগাছা থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে থানায় হস্তান্তর করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, আইনি একটি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া শেষে আদালতে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো খবর