গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
উপজেলার পৌর এলাকার দেওপড়া গ্রামের সেভেন রিংস কারখানায় বুধবার সকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
মৃত কিশোরের নাম লিমন ভূঁইয়া। ১৭ বছর বয়সী লিমনের বাড়ি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায়। সে স্থানীয় সেভেন রিংস কারখানায় জাহাজের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করত।
লিমনের বড় ভাই রাকিব ভূঁইয়ার বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সকালে কারখানায় জাহাজের ওয়েল্ডিংয়ের কাজ করছিল লিমন। এ সময় ওয়েল্ডিং মেশিনের সঙ্গে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় সে। পরে জাহাজ থেকে সে ছিটকে পড়ে।
লিমনের সহকর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই লিমনের মৃত্যু হয়।
এসআই কামাল হোসেন জানান, হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।