ফরিদপুর সদরের জলাধার থেকে উদ্ধার হওয়া কুমির গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।
পার্ক কর্তৃপক্ষের কাছে বুধবার দুপুরে এটি হস্তান্তর করেন সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।
এ সময় সাফারি পার্ক ও প্রজনন কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির জানান, ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়ন থেকে উদ্ধারের পর কুমিরটিকে খুলনায় আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় স্ত্রী কুমিরটির দৈর্ঘ্য সাত ফুট ও প্রশস্ত দেড় ফুট। এরপর প্রজননের জন্য কুমিরটিকে সাফারি পার্কে রাখার সিদ্ধান্ত হয়।
ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লার ডাঙ্গী গ্রামের একটি জলাধার থেকে গত ৯ আগস্ট কুমিরটি ধরা পড়ে।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, ওই জলাধারে কয়েক দিন ধরেই কুমিরটিকে দেখা যাচ্ছিল। এ কারণে এলাকায় আতঙ্ক তৈরি হয়। পরে এলাকাবাসী এটি আটক করে প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।