যশোরের ঝিকরগাছায় অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কে বেনিয়ালী এলাকায় বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
নিহতরা হলেন যশোর শহরের শংকরপুর এলাকার মো. জীবন, মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের মো. নয়ন ও তোহিদ হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুধবার বেলা ১১টার দিকে ঝিকরগাছা থেকে জীবন মোটরসাইকেলে নয়ন ও রোহিতকে নিয়ে গদখালী যাচ্ছিলেন। পথে বেনিয়ালী এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সঙ্গে সংঘর্ষ হয়।
এতে জীবন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকি দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ওসি আরও জানান, বেলা ১টার দিকে আহত নয়ন ও তৌহিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।