গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনের গোডাউন থেকে লাইনের ৬০ টন ফিসপ্লেট চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি যাওয়া সাড়ে সাত হাজার পিস ফিসপ্লেটের আনুমানিক দাম প্রায় ২০ লাখ টাকা।
স্টেশনের অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম মঙ্গলবার বিকেলে গোডাউনের দায়িত্ব বুঝে নেয়ার সময় চুরির ঘটনাটি নজরে আসে। ওই সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গোডাউন থেকে ফিসপ্লেট উধাওয়ের ঘটনায় পরে বগুড়ার বিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।
বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাপস চন্দ্র পণ্ডিত জানান, স্টেশনে আইডব্লিউআই ও পিডব্লিউআই নামে দুটি গোডাউন রয়েছে। এরমধ্যে পিডব্লিউআই গোডাউনের দায়িত্বে থাকা সহকারী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দীপক কুমার সিংহ সম্প্রতি অবসরে যান। তখন থেকে গোডাউনটি তালাবদ্ধ ছিল।
তিনি আরও জানান, ২০ জুন গোডাউনে থাকা ফিসপ্লেটসহ অন্য মালপত্র রেলওয়ে কর্তৃপক্ষ পরিদর্শনের পর ফের তালাবদ্ধ করা হয়। মঙ্গলবার বিকেলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মাজেদুল ইসলাম গোডাউনের দায়িত্ব বুঝে নিতে গিয়ে চুরির ঘটনা বুঝতে পারেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়ে এ কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে গোডাউন থেকে সাড়ে ৭ হাজার পিস ফিসপ্লেট চুরির তথ্য পাওয়া গেছে। প্রায় ৬০ টন ওজনের এসব ফিসপ্লেটের আনুমানিক বাজারদর ২০ লাখ টাকা।
দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা সত্ত্বেও কীভাবে ফিসপ্লেট চুরি হলো তা এখনও বের করা যায়নি বলে জানান তিনি।
রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম জানান, পুলিশ ও আনসার সদস্যরা গোডাউনটি সার্বক্ষণিক পাহারা দেয়। তারপরও কীভাবে বিপুল পরিমাণের ফিসপ্লেট চুরির ঘটনা ঘটেছে তা বোধগম্য নয়।