বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ আগস্ট, ২০২১ ১৮:৫৫

সোমবার রাতে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত প্রধানমন্ত্রীর কার্যালয় ও সময় সংবাদের স্টিকার লাগানো প্রাইভেট কার, একটি হ্যান্ডকাফ, চারটি ভুয়া পরিচয়পত্র ও ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী, কখনও এফবিসিসিআইয়ের পরিচালক, আবার কখনও সময় টেলিভিশনের পরিচালক পরিচয়ে রাজধানীসহ সারা দেশে চাকরি-বাণিজ্য ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন এক যুবক।

সোমবার রাতে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত প্রধানমন্ত্রীর কার্যালয় ও সময় সংবাদের স্টিকার লাগানো প্রাইভেট কার, একটি হ্যান্ডকাফ, চারটি ভুয়া পরিচয়পত্র ও ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা, মাদক, ভুয়া কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে চারটি মামলা করেছে গোয়েন্দা পুলিশ।

আটক যুবকের নাম শরীফ উদ্দিন ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজ। তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ নূরে আলম।

উপকমিশনার মোহাম্মদ নূরে আলম বলেন, প্রতারণা করতে যেখানে যা প্রয়োজন সবই রয়েছে অভিযুক্ত শরীফ উদ্দিন ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজের কাছে। এডিট করা ছবিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির সঙ্গে নিজেকে জুড়ে দিতেন শরীফ। নিজের পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও প্রধান তথ্য কর্মকর্তা বলে। ৩৬তম বিসিএস ক্যাডার (এডমিন) হিসেবে নিজেকে পরিচয় দিলেও উচ্চমাধ্যমিক পাস করার পর তিন বছর ধরে এ ধরনের প্রতারণা করে আসছিলেন শরীফ।

মোহাম্মদ নূরে আলম বলেন, ফেসবুক আইডিতে সময় সংবাদের পরিচালক ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রশাসনিক পরিচালক, জাতীয় প্রেস ক্লাবের সদস্যসহ এফবিসিসিআইয়ের পরিচালক পরিচয়ে সিআইপি সনদ বানিয়ে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন শরীফ উদ্দিন। এ ছাড়া সময় সংবাদের ভুয়া আইডি কার্ড ছাপিয়ে নিজেকে সময় টেলিভিশনের পরিচালক বলে পরিচয় দিতেন তিনি। নিজের গাড়িতে ব্যবহার করতেন সময় টিভির স্টিকার।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে অনৈতিক প্রভাব বিস্তার ও সুযোগ-সুবিধা নেয়ার অভিযোগে গত ৩ আগস্ট রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করে সময় সংবাদ কর্তৃপক্ষ। অভিযুক্ত যুবকের সঙ্গে ৬-৭ সদস্যের একটি নারী চক্র রয়েছে, যারা বিভিন্ন সময় মানুষকে নানাভাবে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়। গত বছরের আগস্টে প্রতারণার দায়ে কুমিল্লায় গ্রেপ্তার হয়েছিলেন শরীফ। ওই সময় তার বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

এ বিভাগের আরো খবর