বগুড়ার শেরপুরে কালীমূর্তি ভাঙচুর করে মন্দিরের বাইরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দক্ষিণ চণ্ডীযান গ্রামে করতোয়া নদীর পাশ থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা অনিল জানান, তাদের ধারণা, সোমবার মধ্যরাতে কেউ বা কারা মন্দিরে ভাঙচুর করে একটি কালীমূর্তি মন্দির লাগোয়া রিপন কুমারের বাড়ির সামনে ফেলে রেখে যায়।
রিপন সকালে ঘর থেকে বের হয়ে ভাঙা মূর্তি দেখে প্রতিবেশীদের ডেকে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘মূর্তি ভেঙে ফেলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করছি জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়ার।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।