সদর থানার ওসি হাসান আল-মামুন জানান, বঙ্গবন্ধুকে কটূক্তি করে বানানো টিকটক ভিডিও ফেসবুকে শেয়ার করায় তানজিরকে আটক করা হয়। এরপর মহানগর ছাত্রলীগের সহসভাপতি রণবীর বাড়ই সজল তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
খুলনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘কটূক্তি’ করে তৈরি করা টিকটক ভিডিও ফেসবুকে শেয়ার করায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর স্যার ইকবাল রোডের বাসা থেকে সোমবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এস এম তানজির হোসেন নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ছাত্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন নিউজবাংলাকে জানান, বঙ্গবন্ধুকে কটূক্তি করে বানানো টিকটক ভিডিও ফেসবুকে শেয়ার করায় তানজিরকে আটক করা হয়। এরপর মহানগর ছাত্রলীগের সহসভাপতি রণবীর বাড়ই সজল তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় তানজিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।