শরীয়তপুর সদরে পাথরবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
উপজেলার বালাখানায় শরীয়তপুর-নড়িয়া সড়কে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ব্যাপারীর বাড়ি শরীয়তপুর সদরের স্বর্ণঘোষ গ্রামে।
পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বেইলি ব্রিজে উঠলে সেটি নিচের নির্মাণাধীন কালভার্টের উপর ভেঙে পড়ে। এতে ট্রাক ও ট্রাকে থাকা পাথরের নিচে চাপা পড়ে কালভার্টের শ্রমিকরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। আহত মজিবুর সরদার, আবু তাহের ও ছবেদ খান সেখানে চিকিৎসাধীন। তাদের বাড়ি উপজেলার স্বর্ণঘোষ ও ধানুকা গ্রামে।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমান নিউজবাংলাকে জানান, শরীয়তপুর-নড়িয়া সড়কের নির্মাণাধীন কালভার্টের উপর যান চলাচল স্বাভাবিক রাখতে আপদকালীন বেইল ব্রিজ করা হয়েছিল। বেইলি ব্রিজ দিয়ে ১০ টনের বেশি ওজন বহন নিষিদ্ধ ছিল। একটি সাইনবোর্ডেও এই ঘোষণা লিখে দেয়া ছিল।
তিনি জানান, ৩০ টন ওজন নিয়ে ট্রাকটি সেতুতে ওঠায় এই দুর্ঘটনা হয়েছে। এর জন্য দায়ী ট্রাকের চালক। ট্রাকের মালিক বা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দেয়া হবে। সেতুটি মেরামতের কাজ শুরু হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।