গাজীপুরের শ্রীপুরে কবরস্থান থেকে হাড়গোড়ভর্তি ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর সময় এক তরুণকে আটক করেছেন স্থানীয় লোকজন। তার দুই সহযোগী সে সময় পালিয়ে যান।
শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজি বাড়ির পারিবারিক কবরস্থানে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
আটক তরুণের নাম জাকির হোসেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চরেরপাড় গ্রামে। শ্রীপুরে স্থানীয় একটি কারখানায় তিনি কাজ করেন বলে স্থানীয়দের জানিয়েছেন। চন্নাপাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন।
তার সঙ্গে থাকা দুইজনের নাম মো. রাজন ও মো. মজনু বলে জানান। তারা জাকিরের সহকর্মী ও রুমমেট।
ঘটনাটি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
স্থানীয় বাসিন্দা মো. আতাবুল্লাহ্ জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখেন, জাকির, রাজন ও মজনু কবরস্থানের পাশে ব্যাগ নিয়ে হাঁটছেন। ব্যাগে কী আছে জানতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় আশপাশের লোকজনের সহযোগিতায় জাকিরকে আটক করা হয়। তার ব্যাগ থেকে দুটি মাথার খুলি ও বিভিন্ন অংশের হাড় জব্দ করা হয়।
ওসি ইমাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের হেফাজতে নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।