রাজশাহীতে আট বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদপ্তরের এক উপপরিচালককে (ডিডি) গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার নিজ বাড়ি থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। শিশুটির মায়ের করা মামলায় বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সোমবার সকালে শিশুটি স্থানীয় একটি পুকুরে গোসল করছিল। ওই সময় সরকারি ওই কর্মকর্তা পুকুরে নেমে তার শ্লীলতাহানি করেন।
শিশুটি বাড়ি ফিরে তার মাকে জানালে তিনি ওই কর্মকর্তার বাড়ি যান। সেখানে কথা কাটাকাটি হলে স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পারেন। ওই সময় দেড় শতাধিক মানুষ বাড়িটি ঘিরে রেখে পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ওই কর্মকর্তাকে রাজপাড়া থানায় নেয়।
ওসি আরও জানান, এ ঘটনায় শিশুর মা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় মনিরুল আলমকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।