জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন সাইকেলচালক।
উপজেলার দেওগ্রামের বেড়ার ঘর এলাকার জয়পুরহাট-গোপীনাথপুর সড়কে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্র নাথ মণ্ডল।
নিহত ব্যক্তির নাম হাফিজুর রহমান। তার বাড়ি দেওগ্রামেই।
ওসি নিরেন্দ্র নাথ মণ্ডল জানান, মোটরসাইকেলটি জেলার আক্কেলপুর থেকে ক্ষেতলালের দিকে আসছিল। সাইকেলচালক হাফিজুর নিজ বাড়ি থেকে বেড়ার ঘর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-গোপীনাথপুর সড়কে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সাইকেলচালক হাফিজুর।
ওসি জানান, ঘটনার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান এর চালক।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় হাফিজুরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।